মা’র তুলনায় ‘মা

কেউ কখনো জিজ্ঞাসিলে
বলব আপন মতে
মায়ের মত কেউ ছিলনা
কেউ পারেনা হতে!
মায়ের মত আপন হয়ে
কেউ আসেনি ধরায়
আমার সুখে হাসি ফোটে
দুঃখে অশ্রু ঝরায়!

অস্থিরতায় মা জননীর
গুটি কয়েক বানী
এক নিমিষে দূর’যে হত
বিষাদ যত গ্লানি!
আমার মায়ের মত করে
কে করে আর আদর
নিখাঁদ ভালোবাসায় বুনা
আস্ত একটা চাদর।

মা’র কোলেতে বসলে পেতাম
শান্তি জনম ভরা
তাঁর শরীরের গন্ধ যেমন
মেশকে আম্বরা
মা’র তুলনায় শুধুই’যে ‘মা
বিশাল অবদান
হে-পরোয়ার আমার মাকে
জান্নাত কর দান।

3 thoughts on “মা’র তুলনায় ‘মা

  1. মা’র তুলনায় শুধুই’যে ‘মা
    বিশাল অবদান
    হে-পরোয়ার আমার মাকে
    জান্নাত কর দান। ___ আমীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।