আঙুলের ছায়াবাস

আঙুলের ছায়াবাস-কেবল নাচে, দীর্ঘ কুয়াশার মহার্ঘ্য ধূলির পাশে-
থানকুনি পাতা-বিপন্ন স্মৃতির শরীর মুছে বহুল জন্মা লোক
হেঁটে যাচ্ছে-কোথায় যাচ্ছে যেনো? একজন-একজন যেনবা
মিলেমিশে, আঁধারঘরে হারাইয়ে/অর্গানিক হাওয়ার প্রার্থনারা
সাপরেখার মতো ঝোঁক নিয়ে উঠে যায়-আর যাচ্ছে
মৃত ঘুমের আগে, স্বরলিপির পাহাড় বাইয়া; আসমানের সম্মুখে-

এই দেখো-যারা ইতিকথা লিখতে এসে, লিখে যাচ্ছে জরায়ু আশ্রয়
কিংবা আদিত্য হাড়ের কোমরে সংযোগ গাঁথা দিগন্ত-শেকড় সন্ধান
কেবল ঋতুর মৃদু জ্বর-এই ভার, মাস্তুল হাওয়ার বার্তা বইয়া নেয়-
নিসফিস-গ্রীষ্ম, উড়ন্ত পাখির ডানা-অতিথি পৃথিবীর বুক, সকলে;

মাছকাঁটার মতো পড়ে আছে সব, পিঁপড়ার মতো সারি সারি
আলোর ফিতে গুঁজে আসে চলন্ত ট্রেন-আলপথ-ওই সবুজ বন-
থোক থোক গলগণ্ড ও হাসিমার্কা দারুণ ফুল-উজ্জ্বলিত সংবাদ।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

2 thoughts on “আঙুলের ছায়াবাস

  1. শব্দ জটিলতার দুর্বোধ্যতা ক্ষুদ্র মস্তিস্কে সামান্য আলোড়ন তুললেও কবিতার প্রশংসা রইলো। নিরন্তর শুভমিতি কবি মি. টিপু সুলতান। নিরাপদে থাকবেন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।