কবিতা ছুঁয়েছে যাকে

কবিতা ছুঁয়েছে যাকে
তার আর ঘর থাকেনা,
নিজেরই কাছে অচেনা
মনে হতে থাকে চেনা
ঘরদোর। প্রিয়মুখগুলো
ধরা দেয় আগন্তুক এর
মতোন অচেনা আবেগ
স্রোতে।

সময় আর সময়ে থাকেনা
তার। অতীত এসে বাসা বাঁধে
বর্তমানে, ভবিষ্যৎ কাঁপে অতীত
ভুলের চাপে, বর্তমান লুকোচুরি খেলে
বিষণ্ন কুয়াশার আলোআঁধারীতে।

কবিতা ছুঁয়েছে যাকে তার বড়
ভুল হয়ে যায় চেনাপথ চিনে নিতে।
চোখে রুমাল বাঁধা এক উন্মত্ত ষাঁড়ের
মতোন জীবন ঘোরায় তাকে গোলোক
ধাঁধায়। প্রেম চেনে না তাকে, সুখ-সমৃদ্ধি
সাফল্য-সন্তাপ সবই ছেড়ে যায় তাকে
একে একে। যেমন মৃতকে কবরে রেখে
আমরা সবাই ফিরে আসি পায়ে পায়ে।

2 thoughts on “কবিতা ছুঁয়েছে যাকে

  1. 'কবিতা ছুঁয়েছে যাকে তার বড়
    ভুল হয়ে যায় চেনাপথ চিনে নিতে।'

    তারপরও সেই কবিতারই জয় হয় একদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।