এখন শুধু আকাশকেই ভালোবাসবো

এখন থেকে শুধু আকাশকেই ভালোবাসবো।

মানুষকে ভালোবেসেছিলাম
হাতে ধরিয়ে দিলো
সুখের লাশ ভর্তি এলোমনিয়ামের থালা ।

মাটিকে ভালোবাসলাম
এক গুচ্ছ স্বপ্ন লেপটে দিয়ে চোখে
তপ্ত কাঞ্চনের মত পুড়িয়ে দিলো দেহ।

রাজপথ ভালোবাসলাম
গণতন্ত্র লেবেল এঁটে
গেসোলিন ভর্তি বোতল ঢেলে দিল বুকে।

তাই আকাশকে ভালোবাসবো
আকাশের নিল রঙ মেখে মাটির দেহে
পান করব তামাশার রক্ত।

এ কে এম আব্দুল্লাহ সম্পর্কে

কবি, সাহিত্যিক। প্রকাশিত গ্রন্থ: যে শহরে হারিয়ে ফেলেছি করোটি (কবিতা) / ইমেইল বডিতে সময়ের অনুবাদ (কবিতা)। ক্ষুধা ও সৌন্দর্য (উপন্যাস), টি-ব্রেকের গল্প(গল্প), শাজরাত কাঠের ক্যারাভ্যান ও আত্মার ফ্লেক্সিলোড ( কবিতা), Rat’s City Tour- (English)Story book for children.

4 thoughts on “এখন শুধু আকাশকেই ভালোবাসবো

  1. কবিতাটি পড়লাম কবি এ কে এম আব্দুল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।