এখন থেকে শুধু আকাশকেই ভালোবাসবো।
মানুষকে ভালোবেসেছিলাম
হাতে ধরিয়ে দিলো
সুখের লাশ ভর্তি এলোমনিয়ামের থালা ।
মাটিকে ভালোবাসলাম
এক গুচ্ছ স্বপ্ন লেপটে দিয়ে চোখে
তপ্ত কাঞ্চনের মত পুড়িয়ে দিলো দেহ।
রাজপথ ভালোবাসলাম
গণতন্ত্র লেবেল এঁটে
গেসোলিন ভর্তি বোতল ঢেলে দিল বুকে।
তাই আকাশকে ভালোবাসবো
আকাশের নিল রঙ মেখে মাটির দেহে
পান করব তামাশার রক্ত।
কবিতাটি পড়লাম কবি এ কে এম আব্দুল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
অনেক ধন্যবাদ।
সুন্দর লেখনী