প্রতিদিন চক্রনাভি ছিঁড়ে বেরিয়ে আসি
-বিদগ্ধ নগরে,রাজহংস ছাই কালো
ধূসর পালক হাওয়া জুড়ে ছোটে অরণ্য
আমাকে ফেলে কবিতার কাছে ফিরি
হরিণ ক্ষুরো লম্ফঝাঁপ পা বেড়ে ওঠা
ফড়িং অথবা ফুলের রেণুমাখা বীজ-
এই সাঁতারু বৃক্ষ বটগাছের নিচে-
তরুণ শব্দের শিল্পিত খোয়াবনামা পৃষ্ঠা
ঊর্ধ্বমুখি ছায়া আঁকি, ডিম কুসুমের মতো;
বরাবরের মতো সুন্দর এবং শিল্পিত কবিতা। অভিনন্দন কবি মি. টিপু সুলতান।