মহাপ্রণয়ের শ্রেষ্ঠ বৃতান্ত………………

মহাপ্রণয়ের শ্রেষ্ঠ বৃতান্ত………………
.
রাতের কার্নিশ বেয়ে প্রবল বেগে ছিটকে পড়েছে সন্ধ্যাতারা,
সোহাগী বাঁশির সুর বাজে যায় অন্তরে হায়
আহা কি মাতাল প্রেম ডোরে বেঁধেছো গো আমায়,
নেশার পানীয় নেকোটিনের ছোঁয়ায় করেছো শিহরিত আরো রোমাঞ্চিত,
শ্রাবনের অঝড় ধারার মতো ভিজিয়ে দিতে চেয়েছি তোমায় জোছনাময় আবেগের পূর্নতায়,
শুধুই ভালোবাসতে ইচ্ছে করে এই অবেলায়,
ল্যাম্পপোষ্টের নিয়ন আলোয় গভীর রাতে শুরু হয় আমাদের ভালোবাসার প্রলয়,
এবার তোমার কাছে আমি হয়েছি নিঃশেষ নতজানু
গোলাপী ঠোঁটে রক্তচুম্বন, স্তনে দাঁত, শরীরে আঁচড় ক্ষত ক্ষতবিক্ষত পিঠ,
তান্ডবে জাগে ঘনিষ্ঠতার প্রণয় এই ষোড়সী যৌবনে তোমার ভালোবাসার আহবানে,
রক্তপাত লাল রঙের আবিরে হয় ভলোবাসা রঞ্জিত,
পূর্ণিমার আলোয় যেন সহবাসে মত্ত,
আঘাতে আঘাতে চরম উত্তেজনার মাঝে বহু উত্থান পতন,
বেপরোয়া নেশায় কামনার আগুনে ঝলসিত প্রেম,
মুগ্ধ জোৎস্না ছুঁয়ে বাসনার সীমানা পেরিয়ে চাঁদের আলোয় ভাসে সকল সুখ,
লজ্জারাঙা উপলব্ধি যেন অস্থিমজ্জ্বায়
কথা দিয়েছিলে তুমি সঙ্গম শেখাবে,
সময়ের ছায়া আজ লিখে যায় তোমার আমার
মহাপ্রণয়ের শ্রেষ্ঠ বৃতান্ত…………..

— ফারজানা শারমিন
০৫ – ০৬ – ২০২০ ইং

4 thoughts on “মহাপ্রণয়ের শ্রেষ্ঠ বৃতান্ত………………

    1. অসংখ্য ধন্যবাদ………….

  1. 'মুগ্ধ জোৎস্না ছুঁয়ে বাসনার সীমানা পেরিয়ে চাঁদের আলোয় ভাসে সকল সুখ।' সুন্দর কথা।

    1. অসংখ্য ধন্যবাদ………………..

মন্তব্য প্রধান বন্ধ আছে।