মনের ভেতর একটা গভীর জঙ্গল আছে
সবুজ দ্যুতি রং; অদূর হীরক বাতাস
নাচমুদ্রা শরীর ছুঁয়ে মাফিয়া গহীনে
সহসা নুনশুদ্ধ রোদ ছোঁয়াচে ঝরে পড়ে
তারপর! একটা ফুল নাচছিল, একা-
মাথাভাঙা বৃক্ষ ও পাখিটা হাসছিল
ফণাতোলা সঙ্গম শিসে, যত্নহীন-শেষবেলা।
মনের ভেতর একটা গভীর জঙ্গল আছে
সবুজ দ্যুতি রং; অদূর হীরক বাতাস
নাচমুদ্রা শরীর ছুঁয়ে মাফিয়া গহীনে
সহসা নুনশুদ্ধ রোদ ছোঁয়াচে ঝরে পড়ে
তারপর! একটা ফুল নাচছিল, একা-
মাথাভাঙা বৃক্ষ ও পাখিটা হাসছিল
ফণাতোলা সঙ্গম শিসে, যত্নহীন-শেষবেলা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
একরাশ শুভেচ্ছা কবি টিপু সুলতান। নিরাপদ থাকবেন। সুস্থ্য থাকবেন।
Very good post