অহংকার

বুঝিবেনা আজ বুঝিবে একদিন
সেদিন শুধিবে সব ঋণ ।
কাদিবে তুমি নয়ন গড়িয়া পড়িবে জল
মনে করিবে আমায় করিতাম কতছল,
তবুও বুঝিলেনা তুমি আমি কি ছিলাম।
নিজেরে তুমি ভাবিতে বড় করিয়া
আমাকে ছাড়িয়া নিজেকে চেয়েছ করিতে সুখি
সুখ পাখিটা দিলনা তোমায় ধরা
যে ভাবিতো তোমারে আপন ,
তুমি করিলে তাহারে পর।
চিনতে পারলে না আসল নকল সৌন্দযের মোহে
বিধি তোমায় দিল বুঝিয়ে জিবনের শেষ প্রান্তে
বুঝিলে তুমি শেষে অবশেষে
যখন ফেরার পথ নাই।।

2 thoughts on “অহংকার

মন্তব্য প্রধান বন্ধ আছে।