আসমানে জ্যোৎস্না ওড়ে

শহরের কোন কলোনিতে থাকো তুমি
তোমার অ্যাপার্টমেন্ট কি দোতালার
সেখানে বারান্দা রয়েছে কিংবা রাস্তা?

যদি কখনো যাই, ঠাঁই-যদি এক ডাক দিই
তোমাকে দেখবার-ওলট পালট নাম ধরে
বেরিয়ে আসবে তো-বই হাতে, হাঁপিয়ে-
ম্লান আলোয়-চিতই পিঠায়-সন্ধ্যার দিকে

নগরে কাক রাত নামলে-গোপনতা ফেরে
পায়ের তলায় জমা হয় দীর্ঘপথ
বেঁচে ওঠে স্বপ্ন, অদূরে রেস্তোরা
অট্টালিকা হতে নেমে আসে অন্তরীণ গান
আমাদের ভাগ্য টস করে, কপালের ভেতর;

আমি মদ পান করি না, সিগারেটে নই
মাংসপ্রাচীর ফাঁটিয়ে দেখো-উম্মুল রক্ত
আসমানে জ্যোৎস্না ওড়ায়-বোধিবৃক্ষ তল
মৌনের বুক ফুঁড়ে বেরোয় নতুন বাজার-
গোলাপের পসরা সাজিয়ে রাখে চিন্ময় দা।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

6 thoughts on “আসমানে জ্যোৎস্না ওড়ে

  1. আমার আমি নিয়ে আমিময়। অনেক সুন্দর হয়েছে কবিতাটি। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমি মদ পান করি না, সিগারেটে নই
    মাংসপ্রাচীর ফাঁটিয়ে দেখো-উম্মুল রক্ত
    আসমানে জ্যোৎস্না ওড়ায়-বোধিবৃক্ষ তল
    মৌনের বুক ফুঁড়ে বেরোয় নতুন বাজার-
    গোলাপের পসরা সাজিয়ে রাখে চিন্ময় দা।

    চমৎকার———- কবি দা

  3. সেই টিপু সুলতান তরোয়াল ছেড়ে শব্দ নিয়ে খেলে, দেখে মন ভরে যায়। 

     

    এইসব বাজে দুনিয়া ছেড়ে কিছুটা কাল থিতু হয়ে থাকা যায় ভালোলাগায়।    

  4. এক কথায় দারুণ।  শব্দ চয়ন, উপস্থাপনা সব মিলিয়ে অনেক ভালো লাগলো।        

মন্তব্য প্রধান বন্ধ আছে।