গোপন চিঠির ভাঁজে

অরণ্য পথের মতো খুব অচেনা
হয়ে যাবো, চেনা নাম ধরে ডেকে ডেকে
পাবেনা সাড়া কেউ। বুনোফুল হবো
নাম না জানা পাহাড়ি ঢালে,
নিরিবিলি এক ঝর্ণার ধারে,
নীরবে ঝরে যাবো কোনো
মধ্য রজনীর কোলে।

মেঠো দিনের বাঁকে পায়ে চলা
পথ হবো অচেনা নুপূর সুরে।
কুয়াশা বিকেলে হবো শিরশিরে
হাওয়া, যেন ছুঁয়ে দিতে পারি
অবাধ্য আদরে তোমার ওই
অমল চিবুক প্রান্ত।

এতো সব হতে চেয়ে, কিছুই হওয়া
হয়ে উঠবেনা আর। শুধু ভুলে যাওয়া
নীল চিঠির খামে লুকোনো কান্না হয়ে
থমকে রবো কোনো এক সুগন্ধি ড্রয়ারে।

7 thoughts on “গোপন চিঠির ভাঁজে

  1. "যেন ছুঁয়ে দিতে পারি … অবাধ্য আদরে তোমার ওই অমল চিবুক প্রান্ত।" বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2.  অপূর্ব, শুভেচ্ছা নিরন্তর কবিপ্রিয়।      

  3. এতো সব হতে চেয়ে, কিছুই হওয়া
    হয়ে উঠবেনা আর। শুধু ভুলে যাওয়া
    নীল চিঠির খামে লুকোনো কান্না হয়ে
    থমকে রবো কোনো এক সুগন্ধি ড্রয়ারে।

    একটা করুণ বিষণ্ণতায় শেষ হলো কবিতাটি।

  4. মেঠো দিনের বাঁকে পায়ে চলা
    পথ হবো অচেনা নুপূর সুরে।——চমৎকার দিদি

  5. এই লেখাটি অসাধারণ হয়ে উঠতে পারতো, কিন্তু    

    এতো সব হতে চেয়ে, কিছুই হওয়া
    হয়ে উঠবেনা আর। 

    এই লাইনটা শৈল্পিক হয়ে উঠেনি। এটা লেখাটি পড়তে গিয়ে এইখানে বেখাপ্পা লেগেছে।  যেন আর কবিতা রইল না, একেবারে সাধারণ গদ্য। 

     

    এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত।              

মন্তব্য প্রধান বন্ধ আছে।