সব পথ থেমে গেলে-দাঁড়াইয়া দেখি
ধানমাঠ বৃষ্টিতে কাঁথামুড়ি দিচ্ছে
চিড়েভেঁজার মতো; দুগ্ধবতী আলপথ-
শর্করা মাখানো শরীর-বাহু টাঙানো
তরুণরোদের উঠোন-থির হাওয়াদের
বাড়ি বধুয়াঝির হরিণ চোখ, এত ভাবি
বাদ যায় না আগত অনাগত মুখ
বয়ে নিচ্ছে পৃথিবীর সুস্থ কলোনি
মিলিয়ে যায় আগামী, কিছু বিসর্জন
এই সব খবর পৌছোয় ঘাসের কাছে
জেগে আছে পালের বৃক্ষ, ছায়াসম;
মহিষের ঘাড়ে পাখির হাঁটাফাটা দাগ
ফিসফাস ভেসে যাচ্ছে ক্ষুরের শব্দ
বিষণ্ণ সন্ধ্যার আগে-আমাদের সব
সীমিতকরণ কাজ ঘরে উঠছে
বাঁধাহীন লোকালয়ে, বৃষ্টির কয়েন
জেগে আছে শব্দ নীরবতায় ভিজে ভিজে-
'বাদ যায় না আগত অনাগত মুখ
বয়ে নিচ্ছে পৃথিবীর সুস্থ কলোনি
মিলিয়ে যায় আগামী, কিছু বিসর্জন।'
কবিতায় অসামান্য অনুভূতির প্রকাশ। শুভেচ্ছা কবি মি. টিপু সুলতান।
চমৎকার