হরফ গাথার শব্দ

পাঁজর নিচে, বৃক্ষপাতার জঙ্ঘাস্থি নগরে
একটা ক্ষতস্থান ভরে মেলতে দেখা যায়
বর্ষার ভেতরে হরফ গাথার শব্দ
খুরধ্বণি পা’য় ছুটে বেড়ায়
ভাড়াটে হাওয়া, ঘন নিঃশ্বাস ও নেবুলাইজার।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

7 thoughts on “হরফ গাথার শব্দ

  1. সংক্ষিপ্তে অনেক সুন্দর। অভিনন্দন কবি টিপু সুলতান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. পাঁচ লাইনের কবিতাটি বেশ কয়েকবার পড়লাম। জানি না কি বুঝেছি! শেষ পর্যন্ত যা বুঝেছি তা বলতে শরম লাগছে। জানি বলবেন, শিল্প বুঝার জিনিস নয়। উপলব্ধির ব্যাপার।    এ কথার উপর কথা নাই। 

     

    আমি যা বুঝেছি, মনে হয়েছে অসাধারণ উপমার অপূর্ব চিত্রকল্প।     

     

    পাঁজর নিচে, 
     ক্ষতস্থান ভরে 
     হরফ গাথার শব্দ
    খুরধ্বণি 
     ঘন নিঃশ্বাস ও নেবুলাইজার 

    শব্দগুলি নারীগণের কামক্রীড়ার একটা  চিত্র বর্ননা করেছে বলে মনে হয়েছে আমার কাছে। আপনি কি বুঝাতে চেয়েছেন জানতে চাইছি না। আমি যা বুঝেছি তার আনন্দে বিমোহিত       হয়ে থাকতে চাই কিছুটা কাল।           

    1. আপনি নর-নারীর কামক্রীড়া বুঝেছেন।  আমি বুঝলাম কবিতা সৃষ্টির উপমা। 

       

      এবার বুঝেন আপনি কবি না আমি? 

           

  3. আমিও শ্রদ্ধেয় কবি দাদা "ফকির আব্দুল মালেক" দাদার সাথে একমত পোষণ করছি। 

    তবে হ্যাঁ, চার লাইনে অনেক সুন্দর একটা লেখা পড়লাম।         

মন্তব্য প্রধান বন্ধ আছে।