মুখ ছল

সম্পর্ক আর প্রণয় একই সূত্রে গাঁথা নয় প্রেম।
সম্পর্ক এর মাঝে অগাধ স্বার্থপর ক্ষয়-
আর প্রণয় চলে নিঃস্বার্থপর কন্টাসা জয়!
আসলে বৃন্দাবন খোঁজে কয় জন
তবে স্বাভাবিক ভাবে চলছে সব
তাও বোঝা বড় কঠিন
কারণ নিজস্ব ব্যপার হয়ে দাঁড়।

অথচ আমরা সম্পর্ক খুঁজি-
গভীর প্রণয় বলি- কিন্তু মনগভীরে
কতটুকু আছে বুঝতে চাই না;
অগাধ প্রণয় সাগর ডুবেই যায়
স্রোতহীন কান্দন বুঝাই
আর রাতপোহালেই রঙিন ভোর
স্বপ্নমাখা দেখি প্রণয় সম্পর্ক
এক গাঁথা নয় প্রেম শুধু মুখ ছল।

০৩ শ্রাবণ ১৪২৬, ১৮ জুলাই ২০
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “মুখ ছল

  1. "রাতপোহালেই রঙিন ভোর আর স্বপ্নমাখা দেখি প্রণয় সম্পর্ক
    … এক গাঁথা নয় প্রেম শুধু মুখ ছল।" ___
    অনন্য এক কবিতার আদল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——

    1. জ্বি মালেক দা

      কাব্যপাঠে ভাল লাগার জন্য

      ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——–

  2. "অথচ আমরা সম্পর্ক খুঁজি, কিন্তু মনগভীরে কতটুকু আছে বুঝতে চাই না।" 

    কবির সরল সুন্দর ভাবনা।

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় লিটন দাদা।        

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।