টের পাওয়া যাচ্ছে-পাতা ঝরা
সকরুণ আওয়াজ,
কনকলতার মতো মুড়ো বোটায়
বুদবুদ সিরিজ ঘুমের ফণা-
ফুরিয়ে আসা ওষ্ঠ চুম্বনরস
ফুলঘ্রাণ মুখের শিল্প দাগ-
এই মড়ক ভিড় করে শহরস্থলী,
কলাপাতা হাওয়া বদলে যায়
নীরবে-মায়াসম সকল দেশ
টলমল বিপুল কলোনির আকাশ
হামাগুড়ি দিচ্ছে দিগন্ত ঝাঁপানো
পাখির দেহাবয়ব সাঁতারে-
সব আয়োজন সেঁটে যাচ্ছে
অদূরে দাঁড়ানো পোড়া নক্ষত্র,
বিচ্ছিন্নবাস-বোতামঘর
দীর্ঘ বেদনার সাময়ীক মাইল ঢেউ
বয়ে নিয়ে যাচ্ছে অন্ধকার!
চমৎকার কবি দা
প্রীতিজনক লেখনী
অনেক অনেক ভালো থাকুন প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভেচ্ছা।
সুন্দর প্রকাশ………