এই সব রঙের নেশা ক্যাম্বাস করে যাচ্ছে
মাইকে-টলমল নগরী; পা ছেড়ে একগুচ্ছ
কপালের ভাঁজে জাহাজের সমুদ্র ঢেউ খেলে
তোমার শ্যামলী চোখ কী কখনো দেখেছে
লাভ রোড, মৌনসন্ধ্যার কফিশপ, দেখো-
নগরে শুক্রবার নেমেছে-প্রেমজলোচ্ছ্বাস
এখানে বসে আছি। দেখি-অগণিত চা কাপ,
সমস্ত শরীর কারোর না কারো আঙ্গুলে
ধ্যানবৃক্ষে পার্টটাইম অলসপ্রাণে জাগর কাটছে-
টুং টাং,হাওয়া হয়ে চলেছে নগরীর মধ্যম আলো
প্রেরণ হাত, লাবণ্য প্রেম; চুলায় কেতলি জ্বলছে
চুম্বনের আসবাবে ঠোঁটওয়ালা মুখ-শীতপাতার
মতো ঝরে ঝরে হেঁটে যাচ্ছে-ভাপ পিঠের কুয়াশা,
ঋতুবদলির বলিরেখায়, আহ কবিতা! সুখ ময়না-
Excellent
বেশ পাঠ করলাম কবি দা
শহুরে জীবন নিয়ে অসাধারণ বর্ননা! সত্যি মুগ্ধ হলাম। শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।
কবিতায় জীবনানুভূতি।