রঙের নেশা

এই সব রঙের নেশা ক্যাম্বাস করে যাচ্ছে
মাইকে-টলমল নগরী; পা ছেড়ে একগুচ্ছ
কপালের ভাঁজে জাহাজের সমুদ্র ঢেউ খেলে

তোমার শ্যামলী চোখ কী কখনো দেখেছে
লাভ রোড, মৌনসন্ধ্যার কফিশপ, দেখো-
নগরে শুক্রবার নেমেছে-প্রেমজলোচ্ছ্বাস
এখানে বসে আছি। দেখি-অগণিত চা কাপ,
সমস্ত শরীর কারোর না কারো আঙ্গুলে
ধ্যানবৃক্ষে পার্টটাইম অলসপ্রাণে জাগর কাটছে-

টুং টাং,হাওয়া হয়ে চলেছে নগরীর মধ্যম আলো
প্রেরণ হাত, লাবণ্য প্রেম; চুলায় কেতলি জ্বলছে
চুম্বনের আসবাবে ঠোঁটওয়ালা মুখ-শীতপাতার
মতো ঝরে ঝরে হেঁটে যাচ্ছে-ভাপ পিঠের কুয়াশা,
ঋতুবদলির বলিরেখায়, আহ কবিতা! সুখ ময়না-

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

4 thoughts on “রঙের নেশা

  1. শহুরে জীবন নিয়ে অসাধারণ বর্ননা! সত্যি মুগ্ধ হলাম। শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।         

মন্তব্য প্রধান বন্ধ আছে।