দ্বন্দ্ব

আয়াতের মতো পবিত্র
স্মৃতিতে বসতি তোমার।
পথঘাট ভুলে যাই আজকাল,
বেভুলে ফেলে আসি বাজার।
শুধু তোমার নামে গাঁথা মালা
জলে ভাসাতে গিয়েও
থাকে তোরঙ্গে তোলা।

তুমি ভুলেছো সহজেই
ভালোবাসো নাই বলে,
আমার কাছে তবে অমোচনীয়
হয়ে কেন এমন ধরা দিলে?
ভুলে গিয়ে খুব ভালো আছো বুঝি?
ভাবছো আমি আছি মন্দ?!
মধুর যাপন স্মরণে মধুরতর হয়,
একথা বুঝলেই থাকবেনা মনে দ্বন্দ্ব।

3 thoughts on “দ্বন্দ্ব

  1. কবিতায় প্রিয় শুভেচ্ছা প্রিয় কবি রোখশানা রফিক। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মধুর যাপন স্মরণে মধুরতর হয়,

    একথা বুঝলেই থাকবেনা মনে দ্বন্দ্ব।

    এখানেই থেকে গেলাম। শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।