টের পাই, এই জীবনানন্দ জনপদে হেমন্ত ছুঁয়ে
অতঃপর ঘাসের ওপর শিশির হয়ে জন্মেছি,
উঠোনের পাড়াভেঙে বেরোয়
নরম পৃথিবীর কোলে শাদা বরফের মতো কুয়াশা;
খাপখোলা তরবারির মতো দিগন্ত, প্রাক্তন ভাদ্দুর!
4 thoughts on “প্রাক্তন ভাদ্দুর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
টের পাই, এই জীবনানন্দ জনপদে হেমন্ত ছুঁয়ে
অতঃপর ঘাসের ওপর শিশির হয়ে জন্মেছি,
উঠোনের পাড়াভেঙে বেরোয়
নরম পৃথিবীর কোলে শাদা বরফের মতো কুয়াশা;
খাপখোলা তরবারির মতো দিগন্ত, প্রাক্তন ভাদ্দুর!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খাপখোলা তরবারির মতো দিগন্ত, প্রাক্তন ভাদ্দুর!
সুন্দর কবি দা
Excellent
এটাই ভদ্রমাস, হে কবি। শুভ সকালের শুভেচ্ছা রইলো।