খোঁজা

পুরুষ যেমন দেখেছি, তেমনি কাপুরুষও দেখেছি
আলো আর আঁধারের অগ্রভাগ…
সময়ে কেউ দায় নেয় না.. নেয় না গুটিবসন্তের দাগ!

তবুও আমরা কাউকে নারী বলি
তবুও আমরা কাউকে পুরুষ বলি
হিমাংকের নিচে এ কেবল একটি মাত্র জন্মদাগ!

অথচ আমি সারসংক্ষেপ বলতে কেবল নিজেকেই বুঝি
আমার চোখে বারংবার কেবল আমাকেই খুঁজি…
এভাবেই চলছে অন্ধকারে অন্ধকার খোঁজাখুঁজি!!

4 thoughts on “খোঁজা

  1. 'আমার চোখে বারংবার কেবল আমাকেই খুঁজি…
    এভাবেই চলছে অন্ধকারে অন্ধকার খোঁজাখুঁজি!!' ___ চমৎকার কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. এক কথায় অসাধারণ একটি কবিতা পড়লাম। ভালো লেগেছে। কবিকে শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।