তুমি শুক্রবার বুকে ধরে ঘুমায়ে আছো
অথচ এত কথা ছিল, ধূসর সন্ধ্যায়-
একজোড়া ঠোঁটের কাছে নোঙর ফেলে
অন্যকারো ঠিকরে পড়া আঙুলের ছায়া,
পরিস্কার চেনা যায়, বাইরে হৈম মিছিল
বিন্দু বিন্দু নক্ষত্র গান, নাগরিক নবান্ন;
কেবল প্ল্যাকার্ড পৃষ্ঠা ভরে দাঁড়িয়ে আছে
ধানতারা মাঠ হতে শহর, একটা মিনারায়…
4 thoughts on “শুক্রবার”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর কবিতা। আন্তরিক শুভেচ্ছা কবি মি. টিপু সুলতান। শুভ দিন।
হায় শুক্রবার
Excellent
চমৎকার অনুভব কবি দা।