অভিধান
বিচিত্র মানসিকতায় থাকি
একটা শকুন, একটা পেঁচা
আর একটা চিল —
অনুশোচনা শব্দটি অভিধানে
রাখি নি বা প্রকাশ করি না।
কাউকে ছুঁতে না পারার বিষ
সবার মনে ঢেলে দিই,
সংক্রামক রোগের মত সেগুলো
এক মানুষ থেকে অন্য মানুষে ছড়িয়ে পড়ে,
শেষমেষ সবাই চুপ করে যায়
আমরা করি না।
একটা কানা ছেলে,
তিন চারটে অভিনেতা, কিছু গায়ক,
যাকে পাই চিবিয়ে খেয়ে নিই।
অতঃপর মৃতদেহ কাঁধে নিয়ে
নিজের সাজানো দেহমন টেনে পয়গম্বর হই।
আত্ম বিশ্লেষাত্মক কবিতা। শুভেচ্ছা এবং সম্মান জানবেন কবি।
অপরাপর এবং নিজেকে মুল্যায়ণ করা যেতে পারে কবিতার শব্দ সজ্জায়।
কবিতা সুন্দর হয়েছে কবি বোন।
ভালো লিখেছেন কবি দি।
বেশ একটা ভাবনা আছে কবিতাতে কবি দিদি