আঙুলের ডগা ছুঁয়ে বহু মারহাবা হাসে
ঝুলভর্তি প্রেমিকা উৎসব
একটি আশাবাদের কবিতা,
কেবল এখানে আমরা যারা
ঘোর নিয়ে বেঁচে আছি
আমাদের চোখগুলো ঢুকে পড়ে
পরান গচ্ছিত দীর্ঘ চরাচরে
কাঁচাবাজারের মতো ভিন্ন সন্ধ্যায়-
বিষ্যুদবার এলে সকল নগরস্বভাব নাচে।
আঙুলের ডগা ছুঁয়ে বহু মারহাবা হাসে
ঝুলভর্তি প্রেমিকা উৎসব
একটি আশাবাদের কবিতা,
কেবল এখানে আমরা যারা
ঘোর নিয়ে বেঁচে আছি
আমাদের চোখগুলো ঢুকে পড়ে
পরান গচ্ছিত দীর্ঘ চরাচরে
কাঁচাবাজারের মতো ভিন্ন সন্ধ্যায়-
বিষ্যুদবার এলে সকল নগরস্বভাব নাচে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
"পরান গচ্ছিত দীর্ঘ চরাচরে
কাঁচাবাজারের মতো ভিন্ন সন্ধ্যায়-
বিষ্যুদবার এলে সকল নগরস্বভাব নাচে।"