এক বৈশাখী আমন্ত্রণে

IMG_202

বৈশাখী আমন্ত্রণে সারাদিন একগুচ্ছ কবিতার সাথে হেঁটে হেঁটে
ঘাসের গালিচা পেতে বসেছে সোনালীর বিকেল –
চা খাওয়ার বিলাসী বাসনা,
সাথে আছে এক পৃথিবী গোলাপ নক্ষত্র সমুদ্র
চাঁদ ঘুম ভেঙ্গে তাকিয়ে দেখে
সোনালীর হলুদ বিকেল ছুঁয়ে আছে অনেকেই –
এক আকাশ নীলিমা ঝরে যায় ব্যথায় :
শ্রাবণ মেঘ গলে টিপটিপ বৃষ্টি ঝরে
গোলাপ সৌন্দর্যের স্রোতে ভেসে যায় গভীর রাত্রি;
সমুদ্র বুকে প্রমত্ত জোয়ারে জ্যোৎস্নার ঢেউ জাগছে।

অনিরুদ্ধ নিঃশ্বাসে একটু বিশ্বাসের আঁচলে নীল আকাশ
দিগন্ত রেখায় পথ খোঁজে।

1 thought on “এক বৈশাখী আমন্ত্রণে

  1. গোলাপ সৌন্দর্যের স্রোতে ভেসে যায় গভীর রাত্রি;
    সমুদ্র বুকে প্রমত্ত জোয়ারে জ্যোৎস্নার ঢেউ জাগছে। ___ দারুণ এক অনুভবের কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।