ভাঙা কাঠের চেয়ার টেনে বসতেই
মাশকলই চোখে দেখা যায়-
অদূরে অরণ্যকাবায় দুলছে পৃথিবী
ছত্রাকের মতো পড়ে আছে
ধূলোজমানো আদিগন্ত উঠান,
বণিকদের মতো সপ্তডিঙি
ওড়াইতেছে শাদা পাল, নুনজল-
যারা লুকায়ে লুকায়ে খেলতেছিল
অশ্বথ পাখির বাসা ভেঙে হৈহোট্টর
গাছডালের পাতা ছেঁড়া আয়োজনে
তাঁহারা বোঝেনি যাতনা, নক্ষত্রউত্তাপ
নৈঃশব্দ্য সুর, সমস্ত প্রাণের নিনাদ!
নক্ষত্রউত্তাপ নৈঃশব্দ্য সুর, সমস্ত প্রাণের নিনাদ!
দারুণ লিখেছেন কবি