এই ভূখণ্ডে প্রেম দিও প্রিয়
চিনে রেখো আমায়-মনেপ্রাণে
বীজ থেকে গাছ হব সারিসারি
জুঁই কিংবা বকুল ফুল ঘ্রাণে
খোঁপার চুলে জড়িয়ে রেখো ফুল
দখিন বাতাসে মুখ তুলে এসো
এইখানে ঋতুপার্বণে প্রেম হয়ে
পরায়ে দেব নাকফুল, কানফুল
বাংলায় শোনাব গান, কথা হবে
বাংলায়-জড়ায়ে আলিঙ্গনে
মনে রেখো প্রিয় তোমারি লোক
তের’শ নদী-মাঠঘাট নিত্য প্রাণ
মনে রেখো প্রিয় তোমারি লোক … তের’শ নদী-মাঠঘাট নিত্য প্রাণ।