তবুও কেন থাকো দূরে দূরে?

তোমার ভালোবাসার ওজন অনেক বেশি।
পাথরের পাহাড়ের মতো চাপ দিয়ে ধরে আমার বুকে;
আমি সে ভার সইতে পারি না।
তবুও সইতে হয় কেন-না তুমি থাকো আমার থেকে দূরে।

তোমার ভালোবাসার আকর্ষন; মধ্যাকর্ষণের চেয়েও বেশি।
মনে হয় সৌর চুম্বকের মতো আমাকে টেনে ধরে;
আমি সামাল দিতে পারি না।
তবুও কেন তুমি এখনো থাকো দূরে দূরে?

তোমার ভালোবাসার আগুন আগ্নেয়গিরির চেয়ে বেশি
আমার অস্তিত্ব এ আগুনের উত্তাপ নিতে পারে না
তবুও নিতে হয়; আমার প্রতিটি কোষ যায় পুড়ে পুড়ে।
জানিনা তবুও তুমি কেন থাকো দূরে দূরে?

কেন যে তোমাকে এতোদিন আগে আমি দেখলাম না?
ভালোবাসায় যে এতো শক্তি কেন আগে জানলাম না?

1 thought on “তবুও কেন থাকো দূরে দূরে?

  1. ভালো মানের কবিতা নিঃসন্দেহে। একরাশ শুভেচ্ছা কবি মি. ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।