চুড়ির জরায়ু ভাঁজে নাগরের পানপাত্র ঠোঁট
হোঁচট খাচ্ছে প্রতিদিন-অবরুদ্ধ বয়স
নুনের মতো নোনা হয়ে আঙুলের সংসার;
সুপ্রিয় মায়া হাত-তৃণঘর, শরীর-বুনে বুনে
বোধিবৃক্ষ ফোটানো গহিন মিলনে
নতুন মুখগুলোর বসন্ত, পৃথিবীর দিকে
জটলা পাকানো পাকা ধান-দুরন্ত সকালে
পাখিরা আকাশ তুলে
নিয়ে যাচ্ছে হাওয়ায়-হাওয়ায়, চিৎ পালকে
রোজ-রোজ প্রত্যেক শরীর ভিটেয়
নরম ত্বকীয় মলাটে লিখে যায়
স্পর্শ কাঁপানো বুক-সেলাই করে-করে
কায়দাবাজ ঠোঁট, মুখোমুখি-শীতলজমা পাহাড়!
নরম ত্বকীয় মলাটে লিখে যায়
স্পর্শ কাঁপানো বুক-সেলাই করে-করে
কায়দাবাজ ঠোঁট, মুখোমুখি-শীতলজমা পাহাড়!