আমি ভাবছি, প্রতিদিন; একটা পরিচ্ছন্ন
কবিতা লেখা হবে, তোমার নামে-
যেখানে মনোজিৎ শব্দ বেয়ে গন্ধ ওড়বে
বিস্তর শিহরণ জড়ানো দ্বিগুণ স্বার্থকতায়
যত দিন পৃথিবীর দিকে তাকায়ে
তোমাকে রেখে এসেছিলাম
এক গাদা উচ্চারিত প্রেমিকা শব্দের কাছে
আমার অতি সরলতা, নীরব রংরূপ
মিশে যাওয়া সকল সৃষ্টির ভেতর
এমন মোক্ষমতা অনুভবে চাপলে
রাতদিনের কোনো অংশে-আপ্ত ঘন
নগর ভেজা শহরে নিমগ্ন থাকা যায়
অদূরে লাবণি মুখের প্রসিদ্ধ গোলাপির মতো;
অনবদ্য কবিতা। বৃষ্টি ভেজা সকালে ভালো লাগা জানালাম মি. টিপু সুলতান।
আপনার লেখা কবিতাগুলো সত্যি ভালো লাগে দাদা। তবে মন্তব্য করার সময় হয়ে ওঠে না।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।