সবাই ঝিনুক নয়

নিরব ব্যথা সবসময় মুক্তো হয় না।
সবাই ঝিনুক নয়, ব্যাধি যুদ্ধে অনেকে
পরাস্ত হয়, চিহ্ন মুছে যায়। শুধু
গাছের বাকলে লেখা কষ্টকথা
অন্যের কষ্ট বাড়ায়। সবাই ঝিনুক নয়।

2 thoughts on “সবাই ঝিনুক নয়

  1. সংক্ষিপ্তে সুন্দর লিখেছেন প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সত্যিই সবাই কিন্তু ঝিনুক নয়! যদি তা-ই হতো, তাহলে সব ঝিনুকের ভেতরে মুক্তা খুঁজে পাওয়া যেতো।

    ভালো লিখেছেন দাদা। শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।