তোমার বুকের ভেতরে বাদামের ক্ষেত দেখি
আলপথে হেঁটে যাচ্ছ গল্প ছড়ায়ে
নেশা লেগে যাচ্ছে চাকা-চাকা মুদ্রা হাওয়ায়
মনে পড়ে সুজন বন্ধু-নদী কাছে এলে
কবিতা নিরাপদ রাখে অবিচ্ছিন্ন জোড়াসুখ-
মানুষেরা শাদা পাল তুলে ভ্রুণপাড়ে এগোচ্ছে
একক রূপে বসে আছে জনপদ-অন্তর্যামি
বননগরী স্নানস্নায়ু শেষে অথৈ খাঁজ তোমার!
1 thought on “রূপ তোমার গল্প ছড়ায়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মানুষেরা শাদা পাল তুলে ভ্রুণপাড়ে এগোচ্ছে
একক রূপে বসে আছে জনপদ-অন্তর্যামি
বননগরী স্নানস্নায়ু শেষে অথৈ খাঁজ তোমার!