তোমাকে ব্যতীত দিনে শেষে একা থাকব না।
আপেলবৃত্ত মুখ ঘিরে আমার একান্ত মোহঘোরে
নগ্নজৌলুস কাণ্ড ঘটাবো, এই ধর-প্রমাদ চুমুকে
হিম শীতল রক্ত ওম-উত্তাপে
রীতিমতো তোমার কমলা রোদের পিঠ নিমন্ত্রণে
প্রীতির শিয়রে নেমে যাব। অধিক দূরত্ব ফেলে-
স্নানরচিত ভাষায় মহুয়া ছুঁ,গড়াবে-সকালের বৃষ্টি ধুম
শরীরজুড়ে লুকোবে মগ্নগান, মৃত্যুর আগে-জেনো
খরা নদী ভালোবাসা পেলে অন্তঃস্ত্বায় ভরে ওঠে!
মৃত্যুর আগে-জেনো
খরা নদী ভালোবাসা পেলে অন্তঃস্ত্বায় ভরে ওঠে! ___ চমৎকার উপমা।