নেমে এসো-সন্ধ্যা, পালা হাঁসের ঠোঁট ঝুলে
আমরা হেঁটে যাব জ্যোৎস্নার বনে
অবিশ্রান্ত দম্পতি হাওয়া এসে বুনে যাবে প্রণয়
অধিবৃক্ষ জন্মাবে পিঠেপিঠি ভাইবোনে
আমরা লেপটে থাকব ঘাস-বর্গমাইলে
দিনের পরে দিন, মূলত রংরূপ পরাগবৃন্তে
ধরো-রাত শেষে আবার জন্মাজন্মি যা তাই!
3 thoughts on “আমরা যখন পরাগবৃন্ত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ ভাবনাময় কবি দা
আমরা লেপটে থাকব ঘাস-বর্গমাইলে
দিনের পরে দিন, মূলত রংরূপ পরাগবৃন্তে
ধরো-রাত শেষে আবার জন্মাজন্মি যা তাই!
অনুপম সৃজনে মুগ্ধতা ।
ভীষণ ভালো লাগলো।