অনেকটা ঘাস পলকের অংশজুড়ে
শরতের শিয়রে রোদ খেলে যাচ্ছে
কিচিরমিচির মেশানো সুর তক্ষুনি
গাছপাতায় গোলাপশিল্প ঘ্রাণ ছড়ায়ে-
হাওয়ার ঘূর্ণবার্তা দেয় রকমারি ফের
তুমি তখন দূরের পথে নারী হয়ে গেছ;
উৎসবি স্মৃতির মঞ্চে বসন্ত বিক্রি হচ্ছে
ঝুড়িভর্তি ফলের মতো; নৈঃশব্দ্যে সুনসান
পুরোনো মায়ার পাশাপাশি বয়ে যাচ্ছে
আটোছোট ধ্রুপদি অমর্ত্য, সাদাকালো শিস
বাদামের বনে তিল বাড়ন্ত চোখ মুখরিত
আমি তখন কবিতা লিখছি, থিতু হয়ে-
শব্দের ছায়াতলে মুদ্রিত জটে শেষমেশ!
বাদামের বনে তিল বাড়ন্ত চোখ মুখরিত
আমি তখন কবিতা লিখছি, থিতু হয়ে-
শব্দের ছায়াতলে মুদ্রিত জটে শেষমেশ!