হ্যাঁ তুমি-সেই তুমি

তোমার চাহনি পূর্ণিমা চাঁদকে ম্লান করেছে
তোমার হাসিতে একগুচ্ছ রজনীগন্ধা ফুটেছে
তোমার ঠোঁট যেনো রক্তকরবী
তোমার রূপ সাদাকালো পৃথিবীকে করেছে রঙিন পৃথিবী
তোমাকে দেখে জন্ম নিয়েছে হাজার লক্ষ কবি
তোমাকে পাওয়ার জন্য শুধু একটিবার
জন্ম নিয়েছি আমি এই পৃথিবীতে বারবার
শত সহস্রবার এসেছি পৃথিবীতে ফিরে ফিরে
জমিয়ে রেখেছি ভালোবাসা শত সহস্রাব্দ ধরে।

1 thought on “হ্যাঁ তুমি-সেই তুমি

  1. শত সহস্রবার এসেছি পৃথিবীতে ফিরে ফিরে
    জমিয়ে রেখেছি ভালোবাসা শত সহস্রাব্দ ধরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।