উপোস বইসা আছি। তিনজনে-
একপ্রকার অগোছালো ভ্রমে
ছেঁড়া রাত্রি-খিদা আর মাঝবয়স
অসুখের মতো ধারণ করে যাচ্ছে
তিনজন একসঙ্গে হেসে উঠলাম
স্লাইস পাউরুটির নুনকৃত গন্ধ
তিনকাপ চা মনে পইড়্যা আছে
সাংঘাতিক খিদা, খাইয়্যা দিলাম
বিন্দুর মতো; সকলে চুপচাপ-
এই ঈষৎ বেদনার পাশাপাশি
একজন ভাত রাঁধুনি দরকার!
এই ঈষৎ বেদনার পাশাপাশি
একজন ভাত রাঁধুনি দরকার!