এ….ই বিবেক কিনবেন…. বি…বে…ক
বিবেক বিক্রি করে রাঘব বোয়ালেরা সহজে কোটিপতি,
নীতি আর লজ্জা বিসর্জনের মহোৎসবে অনেকেই হাতিয়ে নিয়েছে ক্ষমতার মসনদ!
যুগ ছুটছে দিগ্বিদিক
মানুষ আর মনুষ্যত্ব ডুবে হারাচ্ছে অতল গহব্বরে…
কোথাও কোন আলো নেই
নেই আদর্শের গৌরব, চকমকি চেতনা
এহেন বিকিকিনির হাটে
আমি অস্পর্শী, পবিত্র….
সভ্যতার বুকে পদচিহ্ন এঁকে দাড়িয়ে আছি একা!…
নির্জনে
একান্ত বিবেকে… আত্মমগ্ন সুখে!..
আমি অস্পর্শী, পবিত্র….
সভ্যতার বুকে পদচিহ্ন এঁকে দাড়িয়ে আছি একা!…
নির্জনে একান্ত বিবেকে… আত্মমগ্ন সুখে!
সুন্দর ভাবনা কবি দা
খুব ভালো লাগলো। শুভেচ্ছা ও শুভ কামনা অবিরাম।