বিবেকের হাট

2700109

এ….ই বিবেক কিনবেন…. বি…বে…ক
বিবেক বিক্রি করে রাঘব বোয়ালেরা সহজে কোটিপতি,
নীতি আর লজ্জা বিসর্জনের মহোৎসবে অনেকেই হাতিয়ে নিয়েছে ক্ষমতার মসনদ!
যুগ ছুটছে দিগ্বিদিক
মানুষ আর মনুষ্যত্ব ডুবে হারাচ্ছে অতল গহব্বরে…
কোথাও কোন আলো নেই
নেই আদর্শের গৌরব, চকমকি চেতনা

এহেন বিকিকিনির হাটে
আমি অস্পর্শী, পবিত্র….
সভ্যতার বুকে পদচিহ্ন এঁকে দাড়িয়ে আছি একা!…
নির্জনে
একান্ত বিবেকে… আত্মমগ্ন সুখে!..

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “বিবেকের হাট

  1. আমি অস্পর্শী, পবিত্র….
    সভ্যতার বুকে পদচিহ্ন এঁকে দাড়িয়ে আছি একা!…
    নির্জনে একান্ত বিবেকে… আত্মমগ্ন সুখে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।