মাঘের শেষে তুমি উঁকি দিচ্ছ
ন্যাড়া ডালের লাজুক পাতা
আর ইকোনো বসন্ত ভেবে
পারিজাত দুপুর যেন
ভাঁটফুলের মতো হেসে যাচ্ছে
বনে-বনে আগুন লেগেছে
সন্ধের মুখোমুখি, তারপর-
কবিতা লিখছি, খুব বিস্ময়ে
শিমুল ফুলের রং নিয়ে-শিল্প;
এবং নাচঘরে তরুণ বাতাস
পাতাগুলো শুধু-শুধু উড়ছে।
পারিজাত দুপুরে নাচঘরে তরুণ বাতাস আর পাতাগুলো শুধু-শুধু উড়ছে। বাহ্।
ভালো , আরও একটু যত্নবান হলে আরও ভালো হত।