স্রেফ শব্দহীনতা

273

আজ কোন লিখা নয়
স্রেফ শব্দহীনতা
কেবলই মৌন ময়…/ অনুভবতা
শব্দের গভীরে
শব্দকে খুঁজে পাওয়া/ স্পর্শের কাতরতায় শিহরিত হওয়া…
না/ কোন কাব্য নয়
আজ
কেবল শ্রবণের দিন
ঝরাপাতার মর্মরে/ জলের বুদবুদে/ মেঘের ছায়ায়
বর্ণের স্বরে/ বর্ণের ব্যঞ্জনে/ যুক্ত কাহন,
আত্মবোধন
পৃথিবীর তাবৎ কবিতার মন
যার অন্তরীয়ে / সুপ্ত গোপন মেজাজ/ মোহন আবেগ
বাক-পূর্ব/ রাগ…
আজ কেবল/ তারই/ গুপ্ত আরোহণ
যা কখনো লিখা সম্ভব হবেনা/
কিংবা
কোন উচ্চারণ!
অনুচ্চারিত বেদনার মতন/ গনগনে দহনের মতন
আজ/ কোন লিখা নয়
স্রেফ শব্দহীনতা..

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “স্রেফ শব্দহীনতা

  1. আজ কেবল/ তারই/ গুপ্ত আরোহণ
    যা কখনো লিখা সম্ভব হবেনা/
    কিংবা কোন উচ্চারণ!
    অনুচ্চারিত বেদনার মতন/ গনগনে দহনের মতন
    আজ/ কোন লিখা নয়
    স্রেফ শব্দহীনতা.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।