এক বিষণ্ণ দুপুরে পার্ক করা টোকাই হাওয়া
এসে বড্ড যাদুর গল্প বলে গেল, আর আনন্দের
পাশাপাশি দুটো ভাত শালিক ঘাসের পিঠ খুঁচে
নিয়ে যাচ্ছে এপ্রিলের সবুজ রং এবং উড়ন্ত
উত্তেজনা; ডুমুরকৃত অনুতাপে টের পাচ্ছে স্নায়ু-
বিপরীতে-সরকার এবং কবি দু’জনেই খেলুড়ে!
2 thoughts on “দু জন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালো লাগলো! চমৎকার লিখেছেন কবি।
ডুমুরকৃত অনুতাপে টের পাচ্ছে স্নায়ু-
বিপরীতে-সরকার এবং কবি দু’জনেই খেলুড়ে!