র্নি‌+বাসি+অন

শব্দের পর শব্দ পেরিয়ে
যে গাছটির কাছে এসে দাঁড়িয়েছো
তার পাতাগুলো ঝরে গেছে আগেই
তুমি স্রোত খোঁজো
অথচ তোমার নদী লুকিয়েছে পাথরের খাঁজে

মানুষ অতীতে বাঁচেনা
তবু কত নির্ভয়ে অতীত বসে থাকে
ঘিরে থাকে চারপাশ
ঘাসের উপর বসে থাকা ফড়িং
তুমি দেখলেই না

ওই উঁচু প্রজাপতি সুখ দিয়ে যাক
তন্দ্রা নামুক চোখে
এর বেশী তুমি নিজেই চাওনি তো
অথচ চাইলে তিনটে বর দিত দেবী
অথচ এখন আমরা সবাই নির্বাসনে।

2 thoughts on “র্নি‌+বাসি+অন

  1. তন্দ্রা নামুক চোখে ..
    এর বেশী তুমি নিজেই চাওনি তো
    অথচ চাইলে তিনটে বর দিত দেবী
    অথচ এখন আমরা সবাই নির্বাসনে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বেশ অন্যরকম স্বাদ অন্যরকম ভাবনার মুগ্ধ হইলাম কবি আপু ভাল থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।