গানের দুপুরে-রূপালি বরফের
শীতল অনুভব করি।
বকুল। এত সুন্দর! এত দারুণ
স্তব্ধ রং নিয়ে ধ্যানের গান গাচ্ছে।
চোখকে শাসন করে যাচ্ছে যে
তার মেলাবন নুরের নহর দেখায়ে…
এমন স্বর্গগন্ধার দগদগে খ্যাতি
আর কে বা দিতে পারে! তুমি এমন
হতে পারতে, পারতে না?
চৈতি জ্যোৎস্নার শাদা আমল
শেষে একদম অন্যরকম, প্রতিটি-
দারুণের সঙ্গে। কেবল অযত্নের
ব্যাকুলতায় প্রলোভন টেরিয়ে
এই বিকশিত সন্ধ্যায়-অনার্য ভাবছি
সংরাগ গল্প থেকে…
কেবল অযত্নের ব্যাকুলতায় প্রলোভন টেরিয়ে
এই বিকশিত সন্ধ্যায়-অনার্য ভাবছি
সংরাগ গল্প থেকে…