হলুদ অর্গানে সেই পুরনো হাসি, দেখা যায়-রোজ
এই সৌন্দর্যের পাপসমুদ্র-স্পর্শ করি। বিবরণ সব-
বহুদূরে গড়াচ্ছে-গ্রন্থ খসে, পোষা বেড়ালের মতো;
মন্দ না। পাখনা গজালে সবই ওড়ে- যেমনটা উড়েছে
পাখিদের গান, গান শুনে রাত্রিরা হলুদ হয়ে ওঠে
কেবল শিল্পঠাকুরে মাখাচ্ছে অশ্লীল কবিতার রং
নিশ্চয়ই এমন তর্ক ডোমেইন লিঙ্ক দেখেছ। এখানে-
সারাদিন শয়তানির সন্ধ্যা নামলে-কবিতা আওড়ায়
এসো, গ্রহণ করো।জীবনের পাশে-পরিত্যক্ত নাচঘর
আর এভাবেই হাওয়াকলে তোমার উদ্ভাস ড্রাগনদুটো
কোমরজুড়ে দেখভাল আর লাল চোখের অভিশাপ
মুছে, এমন বালিজীবনে পালপাখিদের অবিদ্যাজঙ্গল
পুষে পুষে অস্বীকারির গল্পগুলো বদলে দেয়-জিভ
চিনচিন হাইফেনে-ঘড়ির শরীর, নির্জন মেঘাসিটি-
এখানে নাগরিক পাণ্ডুলিপিতে শুয়ে আছ ঝুমসন্ধ্যা…
নির্জন মেঘাসিটি-
এখানে নাগরিক পাণ্ডুলিপিতে শুয়ে আছ ঝুমসন্ধ্যা…