আমি সংযত ছেলে
তুমি খাবে হাতে পেলে
আমি চুপচাপ থাকি
তুমি কথা-বলা পাখি
আমি তুষ-চাপা রাগ
তুমি বদলে কী আগ
আমি লাজুক আঁতেল
তুমি গোয়িং টু হেল
আমি সোনা-মজদুরি
তুমি পেরেকে হাতুড়ি
তুমি লোলিটা নভেল
আমি মাদার-এ পাভেল
তুমি ছেলে দেখে খুশি
চোখ নীচু ক’রে বসি
প্রেমে কমিটেড হব
তুমি ফ্লার্ট নব নব
তুমি য়ুএসএ রাশিয়া
আমি ভুলি নাই প্রিয়া
তুমি ভীষণ চড়াই
আমি পাথর সরাই
আমি ফ্লপ মাস্টার
তুমি ব্লক বাস্টার
সহজ এবং সরল লিখা সবসময়ই ভালো লাগে।