লজ্জারং গাঢ় হলে বিব্রত পাল্টে যায়
এমন ব্যাপার কেবল কোথাও না কোথাও
দীর্ঘ জীবনের নরম ঢেউয়ানো সৌন্দর্য
ঢুকে পড়ে অজ্ঞাত শাদা মৃত গোলাপে-
আর শস্য মহার্ঘ প্লাবনে সুবাস ছড়ায়
যা ছিল রক্ষিত বিজ্ঞাপনের মতো; প্রাণ-
তোমাকে খুঁজে পেয়েছি মিস্ত্রির রাত্রিতে
অথবা রাত্রির কোনো স্মরণমুখ নিয়ে
ভারবাহী স্তনের প্রস্থান নাজিল করো
কেন তার ছাঁয়া কাঁপে রোজ ভিন্ন অর্থে?
আমাকে কাঁপন ধরিয়ে শাসন করে আকর্ষণ
গরম তন্দুরির সংকীর্ণ তাপে ওড়ে ভাপ!
কেন তার ছাঁয়া কাঁপে রোজ ভিন্ন অর্থে?
আমাকে কাঁপন ধরিয়ে শাসন করে আকর্ষণ
গরম তন্দুরির সংকীর্ণ তাপে ওড়ে ভাপ!