চোখে যদি ঘুম থাকে এসো

311

তোমার চোখে ঘুম, রাত বাজে আট মাত্র,
তুমি কী এখনি হয়ে যাবে স্বপ্নপুরির ছাত্র?
নাকি টিভি চ্যানেলে রাখবে চোখ,
ঘুম যাক টুটে, তাকিয়ে দেখো চা তোমার সম্মুখ।

চায়ের জলে ঘুম ডুবিয়ে মারো;
জীবনের রঙ করে বন্ধু গাঢ়,
অযথাই সমগুলো ঘুমিয়ে করো না নষ্ট
দেশের খবরে রাখো চোখ চা হাতে নিয়ে….
ঘুম ভাগাও, মুছে যাক কষ্ট।

এই যে আমি একাকি কাজ করে যাচ্ছি একে একে
মায়া হয় না তোমার? এসব দেখে?
চা’টাও তো করে দিতে পারো তৈরী;
মনের আবহাওয়া করে দাও বৈরী।

এই নাও কড়া লিকারের চা
চোখে যে তোমার ঘুমে খোঁচা;
দুঃসহ সময়টুকু হয়ে যাক পার
ঘুম ভাঙাতে চায়ের মহিমা অপার।

আমাকে এবার সাহায্য করো কাজে
আমার সময় যাচ্ছে বাজে
চা খেয়ে দুজন লেগে পড়ি কাজে দুজন
বন্ধু আমি সখি তুমি হয়ে যাও সুজন।

এত হম্বিতম্বি দেখিয়ো না আমায়
কিছু নেকি তুলো আমলনামায়
চায়ে চুমুক দাও, ঘুমটারে করো গুঁড়ো
বয়স তো কুড়ি নয় আমরা দুজনই বুড়ো।

.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

4 thoughts on “চোখে যদি ঘুম থাকে এসো

  1. দুঃসহ সময়টুকু হয়ে যাক পার
    ঘুম ভাঙাতে চায়ের মহিমা অপার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. এত চা পান করেন কবি আপা

    চা কাপে শুভেচ্ছা জানাই———

মন্তব্য প্রধান বন্ধ আছে।