সিপাহি অস্ত্র গুণতে গুণতে গোলাপের দিকে
এগোচ্ছে-সবুজ ছড়ানো সাম্রাজ্য,
যুদ্ধগুলো ফুল হয়ে এদিক ওদিক নাচে
মেঘের কাতান ছুঁয়ে যায় ফের সে পথ-
মুখোমুখি সন্ধ্যা এবং সৌডল শিরোনাম
এই দুঃসময়ে সতর্ক টেনে ঘোর বুকে
সমস্ত আঘাত হাইফেনের মতো
আঙুলগুলোর উদ্যান যেন
শিস-গান; কী সুন্দর ট্রেনলাইন
ঈর্ষার বেড়াল-নদীর মতো বয়ে যায়…
শিরীষের বনে ভ্রাম্যমাণ রোদ আর
মুঠোর ভেতরে বসন্ত, সবুজপোষা বাণীশান্তা-
রাগের খাদে-খাদে মশলায় জমে আছে
উষ্ণ তৃপ্তিচিহ্ন, ফসলি রোপণে স্বাধীনতা!
আঙুলগুলোর উদ্যান যেন
শিস-গান; কী সুন্দর ট্রেনলাইন
ঈর্ষার বেড়াল-নদীর মতো বয়ে যায়…