সুর হারা এই বুকের মাঝে
নিত্তি বাজাস ঝুনঝুনি –
তুই কিরে ধন দুই জনমের টুনটুনি!
ক্ষণিক দোষে মান না করে
সয়ে বর্ষা খরা,
হাতের কাছেই ছন্দে নাচিস
যায় না তবু ধরা।
না যদি হোস আপনজনা
তোর তালে ক্যান ক্ষণ গুনি –
তুই কিরে ধন দুই জনমের টুনটুনি!
নিদ্রা বা হোক জাগরণে
যেথায় থাকি মাতি,
তুই তো আমার ভাঙা ঘরে
জ্বালাস সাঁঝের বাতি।
পাই না বুঝে বারেক দেখা
তোর আশে ক্যান জাল বুণি –
তুই কিরে ধন দুই জনমের টুনটুনি!
সুর হারা এই বুকের মাঝে
নিত্তি বাজাস ঝুনঝুনি –
তুই কিরে ধন দুই জনমের টুনটুনি!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!