গত হয়ে যায় সুরের এন্টিসেপ্টিকের মতন
লালাস্রাব গড়িয়ে যত মগ্নপ্রায়ে সংগীতঃ
রোদ্দুর-বিকেল ও শেষ সন্ধ্যা; গহীন প্রেতলোক-
জাহাজের টর্চলাইটে পোড়াতে থাকে অন্ধকার;
খুনসুটি সমুদ্রের গাঙচিল ওড়ে ওপারের সকালে
পাঞ্জেরীর চোখে নাড়া দেয় দূরের দিগদারি দিগন্ত
সূর্যের রশ্মিরাগ কচি পাতার মুখ টিপে চুমু খায়
বেফাঁস শ্লোকসমষ্টির বিস্তৃত স্তন জোড়া পৃথিবী মাঠ
মসজিদে আযান, মন্দিরে হুলোরধ্বনি, গির্জায়
যিশুর বাইবেল, লাল রক্তের শরীরপোষণ
অস্থায়ী যুগ যাযাবর চিকন বন্ধন-নক্ষত্রগোল
এভাবে রক্ত আবরণে ছুটে যায় আদিমের গন্ধ।
লাল রক্তের শরীরপোষণ
অস্থায়ী যুগ যাযাবর চিকন বন্ধন-নক্ষত্রগোল
এভাবে রক্ত আবরণে ছুটে যায় আদিমের গন্ধ।