প্রভাতফেরী

_______প্রভাতফেরী

একুশ আসবে বলে
শঙ্খচিলের ডানায় বর্ণমালা ঐ আলোর ঝলকানিতে
ঝলমলিয়ে উঠে।

দিক ভুলা শঙ্খচিল
শুন্যে মহাশূন্যের দিক ভুলে, পথের নিশানা খুঁজে ফিরে
প্রভাতফেরীর গানে
লয় পথে নিশানা ফিরে আকাশ নীলে।
নীল আকাশের নীলে
শঙ্খচিল তার স্বপ্নের জাল বুনে; স্বপ্নের বুননে প্রভাতফেরী যে
তার অমোঘ মোহে টানে।

মাঘের কুয়াশার আকাশে
ঐ দেখা যায় শঙ্খচিল উড়ে
কবিতায় রাঙা ঠোঁট বিরহী পদ গায়
একুশ আসবে বলে; শহীদ মিনারে শিরীষ ডালে বসে।
======
আজ ২৩ মাঘ ১৪২৯

2 thoughts on “প্রভাতফেরী

  1. ঐ দেখা যায় শঙ্খচিল উড়ে
    কবিতায় রাঙা ঠোঁট বিরহী পদ গায়
    একুশ আসবে বলে; শহীদ মিনারে শিরীষ ডালে বসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।