খুব কাছে। বিমুগ্ধ বিস্ময়ে আমরা দুইজন
একের পরে এক গাঁথতে থাকি শরীর
আর সার্কাসের সভ্যতায় ফেটে পড়ে
বয়সী পৃথিবীর নার্সিসাস শহর, জানতাম।
তারপর মিথের অভিধান থেকে হাঁটি
সারিবদ্ধ গাছবাঁকলে সংসার, বাচ্চা এঁকে
ঘুমহীন গোপন কথা, বিষমে বেঁচে ফেরানো
মসলার কৌটা আর অযত্নের পাশে-সুখ
এগুলো আমাদের অন্যরকম ফ্লেভার দেয়
আর বিদীর্ণ গল্পের শেষ হতে কানে তুলি
গ্রীবা বাঁকানো বোকা মানুষের অভিযোগ
পরিত্রাণ নে গোলাপ, খুন হবি’রে যুবক!
বিদীর্ণ গল্পের শেষ হতে কানে তুলি
গ্রীবা বাঁকানো বোকা মানুষের অভিযোগ
পরিত্রাণ নে গোলাপ, খুন হবি’রে যুবক!