নানা রঙের দিনগুলো সেই
পেতাম যদি ফিরে
কত যে সুখ ধরা দিত
আবেগী মন নীড়ে।
মেঘ বালিকা ডানপিঠে এক
সময় আমার ছিল,
ভবিতব্য এসে আমার
সুখ ছিনিয়ে নিলো।
যেখানটাতে দূর্বাঘাসে
বসতো শিশির বিন্দু
সেখানটাতে সুখ ছিলো যে
সাত নদী সাত সিন্ধু।
গোধূলিয়ায় রক্তিম মেঘ’রা
করতো নীলে খেলা,
চুপ তাকিয়ে মুগ্ধতা ছুঁই
কেটে যেত বেলা।
ফড়িং ছিল ফুলের উপর
ছিল প্রজাপতি,
সেখানটাতে থাকলে আমি
কী বা হতো ক্ষতি!
পুকুর ভরা জলের ভিতর
টেংরা পুটির মেলা,
ইচ্ছে করে ভাসাই আবার
কলাগাছের ভেলা।
খাঁচায় বন্দি পোষা পাখি
বলতো কানে কানে,
আমরা না হয় ভাসবো সুরে
সুখের গানে গানে।
যাস না চলে অতীত রেখে
বলতো সময় ডেকে
তবু আমায় আসতে হলো
সুখগুলোকে রেখে।
খাঁচায় বন্দি পোষা পাখি
বলতো কানে কানে,
আমরা না হয় ভাসবো সুরে
সুখের গানে গানে।
সেইরকম ছন্দময় কবি আপা
ভাল থাকবেন——-